সীরাতুন্নবী স. ২০২৪ উপলক্ষ্যে সকল প্রতিযোগিতার ‍নিউজ

 1.*** হাদিসে রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা***



রেজিস্ট্রেশন লিংক: https://www.bqss.org/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81/

পরীক্ষা: ৪ অক্টোবর, ২০২৪, জুমাবার। বিকাল ৩ টা। (বাংলাদেশের সময় অনুসারে)
কুইজে অংশগ্রহনের নিয়মাবলী:
♦️হাদিসে রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা ২০২৪ অনলাইনে অনুষ্ঠিত হবে।
♦️কুইজে অংশগ্রহনের জন্য আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
♦️যে কোন বয়সের পুরুষ মহিলা অংশগ্রহণ করতে পারবেন।
♦️পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে।
♦️রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা।
♦️রেজিস্ট্রেশন ফি বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে।
♦️বিকাশ মার্চেন্ট নম্বর: 01810866189
♦️বিকাশ ট্রানজেকশন আই ডি রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখ করতে হবে।
♦️রেজিস্ট্রেশন হবার পর প্রত্যেকের জন্যে সিলেবাসের বই ২টি সৌজন্য পাঠানো হবে।
♦️প্রতিযোগিতার বিস্তারিত তথ্য বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির ফেসবুক পেজে দেয়া হবে।
ফেসবুক পেজ: Bangladesh Quran Shikkha Society-BQSS

2. ***সীরাত অলিম্পিয়াড-২০২৪***

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মানবজাতির ইহকাল ও পরকালের মুক্তির জন্য তিনিই শ্রেষ্ঠ আদর্শ। ব্যক্তি থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্র গঠনে সীরাত চর্চার কোন বিকল্প নেই। দোজাহানের সফলতার জন্য আমাদের প্রত্যেকেরই হতে হবে মহাবীর মতো আদর্শ নাগরিক। শ্রেষ্ঠ মানুষের জীবনেতিহাস থেকে গ্রহণ করতে হবে পথচলার উপকরণ।
জান্নাতমুখী আপনার এই যাত্রার সহযোগী হিসেবে মৌলিক জ্ঞানের প্রত্যাশিত দুয়ার বুনিয়াদ আয়োজন করেছে জাতীয় সীরাত অলিম্পিয়াড।


সিলেবাসের বই:
সীরাত ইবনে হিশাম (বাংলাদেশ ইসলামিক সেন্টার)
রেজিষ্ট্রেশন করার ২৪ ঘণ্টার মধ্যে বইয়ের পিডিএফ পৌঁছে যাবে আপনার ইমেইলে।
পুরস্কার—
• ৫০,০০০৳ টাকা
• ক্রেস্ট
• মেডেল
• সার্টিফিকেট
চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেরা ৩০ জন বিজয়ী পাবে সার্টিফিকেট, ক্রেস্ট, মেডেল এবং বইসহ সর্বমোট অর্ধ লক্ষ টাকার পুরস্কার। অংশগ্রহণকারী সকলেই পাবে পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট।
(রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/6ttuRq3FqwvfnYJ2A
ক্যাটাগরি:
নির্দিষ্ট সিলেবাসের আলোকে যেকোনো শ্রেণি পেশার নারী এবং পুরুষ উভয় অংশগ্রহণ করতে পারবে।
রেজিষ্ট্রেশন ফি: ৫০৳
সিলেবাসের নির্ধারিত বইয়ের পিডিএফ এবং প্রস্তুতি সহায়ক সকল উপকরণ রেজিস্ট্রারকে বিনামূল্যে পাঠানো হবে।
পেমেন্ট সিস্টেম: 01618572734 (বিকাশ / নগদ) এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। পরবর্তীতে পেমেন্ট ট্রানজেকশন আইডি রেজিষ্ট্রেশন ফরমে সংযুক্ত করা বাধ্যতামূলক।
অলিম্পিয়াড এক্সাম—
তারিখ: ১৫ নভেম্বর ২০২৪
সময়: রাত ৮.০০ টা থেকে ৯.০০ টা
জাতীয় সীরাত অলিম্পিয়াড নিয়মাবলী:
১. পরীক্ষা অনুষ্ঠিত হবে অনলাইনে।
২. পরীক্ষা পদ্ধতি বহুনির্বাচনি।
৩. সর্বমোট প্রশ্ন থাকবে ১০০ টি। প্রত্যেক প্রশ্নের মান ১ নাম্বার।
৪. কোন প্রকার নেগেটিভ মার্কিং নেই।
৫. অংশগ্রহণ করতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
৬. নির্দিষ্ট সময়ের পরে রেজিষ্ট্রেশন গ্রহণযোগ্য নয়।
সীরাত চর্চায় আপনাকে উদ্ভুদ্ধ করতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আশা করি নির্দিষ্ট সিলেবাসের বই শেষ করলে মহানবীর জীবন ইতিহাস জানতে পারবেন। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত অনুযায়ী জীবন যাপন করার তাওফিক দান করুক।
বি.দ্র: জাতীয় সীরাত অলিম্পিয়াড কমিটি যেকোনো সময় অলিম্পিয়াডের পরিবর্তন, পরিবর্ধন অথবা পরিমার্জন এর অধিকার রাখে।

--- আয়োজনে- বুনিয়াদ. ওয়েবসাইট: https://buniad.com/ ফেসবুক- https://www.facebook.com/buniadedtech

3. *** সিরাতুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে
সিরাত কুইজ প্রতিযোগিতা-২০২৪ ***
সম্মানিত দর্শক,
اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاتُــــــــــهُ
রাসূল ﷺ এর জীবনাদর্শ মানুষের মাঝে পৌঁছানোর লক্ষ্যে এবং সিরাতুন্নবী ﷺ এর চর্চ্চা বৃদ্ধি করতে বাংলাদেশ দাওয়াহ সার্কেল আয়োজন করতে যাচ্ছে সিরাত কুইজ প্রতিযোগিতা-২০২৪



👉 প্রতিযোগিতার নিয়মাবলী:
➖ অংশগ্রহণকারী: এই প্রতিযোগিতায় সকল শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।
➖ সিলেবাস: সিরাত সিরিজের ধারাবাহিক ১০টি পর্বের ভিডিও থেকে এই কুইজের প্রশ্ন করা হবে।
➖ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা:
১. প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে।
২. সিরাত সিরিজে মোট ১০টি পর্ব থাকবে, প্রতিটি পর্ব থেকে ১০টি করে প্রশ্ন হবে।
৩. পরীক্ষার তারিখ : আগামী ১১ অক্টোবর-২০২৪, (শুক্রবার)।
৪. সময় : সকাল ১০:০০-১১:০০টা।
৫. পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
৬. পরীক্ষার সময় : ১ ঘন্টা। মোট প্রশ্ন : ১০০টি। পূর্ণমান : ১০০।
👉 পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী:
১. প্রয়োজনীয় তথ্য পূরণের সুবিধার্থে ৫ মিনিট পূর্বেই পরীক্ষার লিংক চালু করা হবে।
২. পরীক্ষায় লগ ইন করতে কোনো পূর্বনির্ধারিত আইডি পাসওয়ার্ড লাগবে না। তবে পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীর ইমেল এড্রেস, পরীক্ষার্থীর নাম, পিতার নাম, পরীক্ষার্থীর পেশা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা অবশ্যই লিখতে হবে।
৩. পরীক্ষা পদ্ধতিতে কোনো টাইমার অপশন থাকবে না। তাই যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করতে ঘড়ির সহযোগিতা নেওয়া প্রয়োজন।
৪. পরীক্ষা সাবমিট করার আগ পর্যন্ত যেকোনো উত্তর এডিট করা যাবে। সাবমিট করা সম্পন্ন হলে এডিট করার আর সুযোগ থাকবে না।
৫. নির্ধারিত সময়ের মধ্যে (১ ঘন্টা) সাবমিট করতে হবে, নির্ধারিত সময় পার হয়ে গেলে উত্তরপত্র গ্রহন করা হবে না।
৬. ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ : ১৫ অক্টোবর -২০২৪।
৭. পরীক্ষার লিঙ্ক : https://forms.gle/Ge1Z7BZuuoZzvhJM9
👉 পরীক্ষা দেওয়ার পদ্ধতি :
➖ প্রথমে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে নির্দিষ্ট লিংকে প্রবেশ করতে হবে।
➖ আপনার নাম, পেশা, পিতার নাম, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা লিখতে হবে। এরপর Next এ ক্লিক করতে হবে।
➖ এরপর নির্দেশনা সম্বলিত পেইজ ওপেন হবে। নির্দেশনাটি ভালো করে পড়ে Next এ ক্লিক করতে হবে।
➖ ১০০টি প্রশ্ন প্রদর্শিত হওয়ার পর Submit বাটন আসবে। তাতে ক্লিক করলে পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে।
➖ সর্বশেষ ধন্যবাদ সম্বলিত পেইজ দেখতে পেলে আপনার পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হবেন।
👉 প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ প্রক্রিয়া :
১. সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগি মেধাক্রমের শুরুতে থাকবেন।
২. একই নম্বরপ্রাপ্ত প্রতিযোগিদের মধ্যে যার ভুল উত্তর সংখ্যা কম হবে, তিনি মেধাক্রমে ওপরে অবস্থান করবেন।
৩. প্রাপ্ত নম্বর ও ভুল উত্তর সংখ্যা একই হলে যিনি আগে উত্তরপত্র সাবমিট করবেন, তিনি মেধাক্রমে ওপরে অবস্থান করবেন।
আয়োজনে- বাংলাদেশ দাওয়াহ সার্কেল। ওয়েবসাইট: https://www.dawahcircle.com

4. *** সিরাতুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে
জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা-২০২৪ ***
"নিশ্চয়ই রাসূল ﷺ এর জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।" (সুরা আল আহযাব : ২১)
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَة الله وَبَرَاكاتُــــــــــه
হযরত মুহাম্মদ ﷺ এর জীবনাদর্শ মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ দাওয়াহ সার্কেল আয়োজন করেছে “জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা- ২০২৪”।
রাসূল ﷺ এর সীরাতকে সুন্দরভাবে উপস্থাপন করে সত্যের সৌরভ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভূমিকা রাখুন, নিজ প্রতিভার উন্মেষ ঘটিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার।


👉 প্রতিযোগিতার নিয়মাবলী :
১. স্নাতকোত্তর পর্যন্ত যে কোন পর্যায়ের ছাত্র উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
২. প্রতিযোগিতার নির্ধারিত বিষয়ে উপর সর্বোচ্চ দু'টি বক্তব্য পাঠানো যাবে। দুইয়ের অধিক বক্তব্য পাঠালে সর্বশেষ দুটি গ্রহণ করা হবে।
৩. আলোচনার সময় সর্বোচ্চ ১০ মিনিট, ভিডিও ক্যামেরা অথবা স্মার্ট ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করা যাবে, তবে অডিও-ভিডিও স্পষ্ট ও স্বচ্ছ হওয়া বাঞ্চনীয়। ভিডিও একেবারে ফ্রেশ হতে হবে। কোন লোগো, সময় উল্লেখ করা যাবে না। ভিডিওর স্বত্ত্ব থাকবে দাওয়াহ সার্কেলের।
৪. টেলিগ্রামে অথবা মেইলে গুগল ড্রাইভ ব্যবহার করে ভিডিও পাঠানো যাবে।
৫. ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করে ১৫ অক্টোবরের মধ্যে নিম্নে প্রদত্ত ঠিকানায় ভিডিও পাঠাতে হবে।
৬. নাম, পিতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ছাত্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে প্রাপ্ত প্রত্যয়নপত্র, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং সচল মোবাইল নম্বর ভিডিওর সাথে পৃথক ম্যাসেজের মাধ্যমে পাঠাতে হবে।
৭. ইতোমধ্যে ফেসবুক, ইউটিউব, সোস্যাল মিডিয়া বা অন্য কোন ওয়েবসাইটে প্রকাশিত কোন বক্তব্য প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।
৮. রেজিস্ট্রেশন লিংক- https://tinyurl.com/BDC-VideoCompetition4
👉 প্রতিযোগিতার বিষয়াবলী :
১. মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ রাসূল ﷺ
২. বিশ্ববাসীর জন্য রহমাতুল্লালিল আলামিন রাসূল ﷺ
৩. রাসুলুল্লাহ ﷺ এর নবুওয়াতি জীন্দেগীর সূচনা
৪. দাওয়াতে দ্বীনের জন্য রাসুলুল্লাহ ﷺ এর ত্যাগ ও কুরবানী
৫. সমাজ সংস্কারে নবুয়ত পূর্ববর্তী সময়ে রাসূল ﷺ এর তৎপরতা
৬. সোনালী সমাজ বিনির্মাণে রাসুলুল্লাহ ﷺ এর সফলতা
৭. মানবতার শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ মোস্তফা ﷺ
৮. অশ্লীলতামুক্ত নৈতিক জাতি গঠনের রাসূল ﷺ এর নীতি
৯. রাসুলুল্লাহ ﷺ এর শ্রেষ্ঠ মুযিজা মহাগ্রন্থ আল-কুরআন
১০. ইনসাফ প্রতিষ্ঠায় রাসূল ﷺ এর কর্মকৌশল
১১. শ্রম ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ ﷺ এর নীতি
১২. জ্ঞানসমৃদ্ধ সমাজ ও শিক্ষিত জাতি গঠনে রাসূলুল্লাহ ﷺ এর নীতি
১৩. রাসূল ﷺ এর সামাজিক ও মানবীয় চরিত্র
১৪. সফল রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ
১৫. যুবসমাজের চরিত্র গঠনে রাসূল ﷺ এর কর্মনীতি
👉 পুরস্কারসমূহ :
প্রথম : ১৫,০০০/- (পনেরো হাজার টাকার শিক্ষাবৃত্তি)
দ্বিতীয় : ১২,০০০/- (বারো হাজার টাকার শিক্ষাবৃত্তি)
তৃতীয় : ১০,০০০/- (দশ হাজার টাকার শিক্ষাবৃত্তি)
চতুর্থ থেকে দশম : জনপ্রতি ৫,০০০/- (পাঁচ হাজার টাকার শিক্ষাবৃত্তি)
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে নগদ শিক্ষা বৃত্তিসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
👉 ভিডিও পাঠানোর ঠিকানা:
ইমেইল : bddawahcircle@gmail.com
টেলিগ্রাম আইডি : কমেন্টে দেখুন...
আয়োজনে-
বাংলাদেশ দাওয়াহ সার্কেল
ওয়েবসাইট:https://www.dawahcircle.com

5. ☆ ☆ সিরাত অলিম্পিয়াড ২০২৪☆ ☆
“নিশ্চয়ই রাসূল ﷺ এর জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ”- কুরআনের এই আয়াতকে সামনে রেখে তরুণ ছাত্রসমাজকে রাসূল ﷺ এর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। তাই পবিত্র মাহে রবিউল আউয়ালকে সামনে রেখে রাসূলুল্লাহ ﷺ এর জীবন সম্পর্কে ভালোভাবে জানা ও মানার স্বার্থে নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ ছাত্রদের জন্য "সিরাত অলিম্পিয়াড ২০২৪" আয়োজন করা হয়েছে।


➠ রেজিস্ট্রেশনের শেষ সময় :১০ অক্টোবর ২০২৪ ইং
পরীক্ষার তারিখ ও সময় : ১৯ অক্টোবর ২০২৪| সকাল ১০টা-১১টা
➠প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন :https://forms.gle/gsDJCdPTnLf8MWDdA
➠সরাসরি ও অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
➠রেজিস্ট্রেশন ফি:-১০০ টাকা
➠রেজিস্ট্রেশন করলে স্ব-স্ব গ্রুপের বই ফ্রী
➠বিকাশ/নগদ: 01859-902430 (পার্সোনাল)
➠ বই সংগ্রহের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর এর কার্যালয়ে যোগাযোগ করুন।
➠ সিরাত অলিম্পিয়াডের গ্রুপ ও বিষয় :
⇢ ক গ্রুপ :
পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থী
বই : ছোটদের মহানবী(সঃ)
লেখক : ইকবাল কবির মোহন
⇢ খ গ্রুপ :
নবম থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র
বই : বি স্মার্ট উইথ মুহাম্মদ (সঃ)
লেখক :ডঃ হিশাম আল আওয়াদি
⇢ গ গ্রুপ :
স্নাতক থেকে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র
বই: রসুলুল্লাহর বিপ্লবী জীবন
লেখক: আবু সলীম মুহাম্মদ আব্দুল হাই
➠ পুরস্কারসমূহ- (গ্রুপভিত্তিক)
প্রথম পুরস্কার :১৫,০০০/-( পনেরো হাজার টাকা),ক্রেস্ট ও সনদ
দ্বিতীয় পুরস্কার : ১০,০০০/- (দশ হাজার টাকা), ক্রেস্ট ও সনদ
তৃতীয় পুরস্কার : ৮,০০০/- (আট হাজার টাকা), ক্রেস্ট ও সনদ
চতুর্থ পুরস্কার : ৬,০০০/- (ছয় হাজার টাকা), ক্রেস্ট ও সনদ
পঞ্চম পুরস্কার : ৫ ,০০০/- (পাঁচ হাজার টাকা), ক্রেস্ট ও সনদ
প্রতিটি গ্রুপের ১ম থেকে ৫০তম পর্যন্ত ৩ টি গ্রুপের ১৫০ জনকে সর্বমোট ৫ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে।
➠ পরীক্ষা পদ্ধতি :
এমসিকিউ পদ্ধতিতে সরাসরি অনুষ্টিত হবে।
মোট প্রশ্ন- ১০০টি, মোট সময়- ১ ঘণ্টা
➠ প্রতিযোগিতার নিয়মাবলি :
১. প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. রেজিস্ট্রেশন ফরম সাবমিট করার পর ফরমেই "জাযাকাল্লাহ। আপনার রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন হয়েছে।" লেখাটি দেখে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হবেন।
৪. পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ১৭ অক্টোবর রাত ৯টায় অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া হবে।
যোগাযোগ: 01616-803972
01624-546768
01841-320554
-- আয়োজনে- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর
----ফেসবুক: https://www.facebook.com/ccn.shibir


6. ----সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৪----

পাঠানপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত "সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৪" এ অংশ নিয়ে জিতে নিন অর্ধ-লক্ষাধিক টাকার পুরস্কার
*****************************************************
بسم الله الرحمن الرحيم
"নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ" - সূরা আল আহযাব : ২১

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। দুনিয়ার যেকোনো কিছুর চেয়ে তাঁর প্রতি অত্যধিক ভালোবাসা পোষণ করা ঈমানের অপরিহার্য দাবী। মানবজাতির ইহ ও পরকালীন মুক্তির জন্য তিনিই সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানবজাতির সার্বিক কল্যাণ ও শান্তি। রাসূলুল্লাহ ﷺ এর সীরাত পাঠ ও সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করলেই আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব। দোজাহানের সফলতার জন্য আমাদের প্রত্যেককেই হতে হবে মহামানবের মতো তাকওয়াবান ও আল্লাহর একান্ত অনুগত বান্দা। শ্রেষ্ঠ মানুষের জীবনচরিত থেকে গ্রহণ করতে হবে পথচলার সকল উপকরণ।
রাসূলুল্লাহ ﷺ এর সীরাহ সর্বস্তরে পৌঁছে দিয়ে মানুষকে সুন্নাহর আলোয় আলোকিত করার লক্ষ্যে "পাঠানপুর জামে মসজিদ" সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে।

#পুরষ্কারসমূহ:
✪ ১ম পুরষ্কার : একটি আকর্ষণীয় ল্যাপটপ 💻
✪ ২য় পুরষ্কার : নগদ ১০,০০০ ৳
✪ ৩য় পুরষ্কার : নগদ ৭,০০০ ৳
✪ ৪র্থ পুরষ্কার : নগদ ৩,০০০ ৳
✪ ৫ম-১৫ম পুরষ্কার (১১টি) : নগদ ১১,০০০ ৳
(জনপ্রতি ১০০০ ৳ করে)
উল্লিখিত পুরষ্কারের পাশাপাশি প্রত্যেক বিজয়ী পাবেন বই, সার্টিফিকেট সহ আরো আকর্ষণীয় পুরষ্কার।

#ক্যাটাগরি:
যেকোনো শ্রেণি পেশা ও যেকোনো বয়সের নাগরিক (নারী-পুরুষ উভয়ই) অংশগ্রহণ করতে পারবেন। পূর্ণবয়স্ক নারীদের পর্দার সহীত উপস্থিত হওয়া আবশ্যক।

#রেজিস্ট্রেশন_ফি: ১০০ টাকা

#পেমেন্ট_সিস্টেম:
➤ বিকাশ/নগদ (পার্সোনাল) - 01521 537 405
[Send Money করতে হবে এবং Reference এ নাম উল্লেখ করতে হবে।ফর্মের নির্ধারিত অংশে ফি প্রেরণের পর প্রাপ্ত ট্রানজেকশন আইডি অথবা যে নাম্বার থেকে ফি প্রেরণ করা হয়েছে, সেই নাম্বারটি সংযুক্ত করা বাধ্যতামূলক। ]

#রেজিস্ট্রেশন_ফর্ম_লিংক:
https://docs.google.com/.../1FAIpQLSdsi7giiku.../viewform...

#রেজিস্ট্রেশনের_শেষ_সময়: ০৯ অক্টোবর ২০২৪; রাত ১২:০০ টা

#_পরীক্ষার -
☆ তারিখ: ১১ অক্টোবর ২০২৪;
☆ সময় : সকাল ৯:৩০ মিনিট - ১০:৩০ মিনিট (৯:০০ টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হওয়া আবশ্যক);
☆ কেন্দ্র : রিডার্স স্কুল এন্ড কলেজ, অক্সিজেন - আ/এ
(কয়লার ঘর), কুয়াইশ লিংক রোড, বায়েজিদ, চট্রগ্রাম।

#পুরস্কার_বিতরণী_অনুষ্ঠানের -
☆ তারিখ: ১১ অক্টোবর ২০২৪;
☆ সময় : বাদ মাগরিব;
☆ স্থান : পাঠানপুর জামে মসজিদ, পাঠানপুর,
অক্সিজেন, বায়েজিদ, চট্টগ্রাম।

#সীরাত_পাঠ_প্রতিযোগিতার_নিয়মাবলী:
১. পরীক্ষা নির্দিষ্ট কেন্দ্রে সশরীরে অনুষ্ঠিত হবে।
২. পরীক্ষা পদ্ধতি- এক কথায় উত্তর।
৩. সর্বমোট প্রশ্ন থাকবে ৬০ টি। প্রত্যেক প্রশ্নের মান ১ নাম্বার। মোট সময় ১ ঘন্টা।
৪. অংশগ্রহণ করতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
৫. নির্দিষ্ট সময়ের পরে রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য নয়।

#পরীক্ষার_সিলেবাস:
রাসূলুল্লাহ ﷺ এর সীরাত (জন্ম থেকে ওফাত পর্যন্ত)

#রেফারেন্স_বুক: বিশ্ববিখ্যাত সীরাতগ্রন্থ 'আর রাহিকুল মাখতুম' ।

আর রাহিকুল মাখতুম বইয়ের পিডিএফ লিংক: https://drive.google.com/.../1_eSocU5cU4QWyTkAktq.../view...

ফেসবুক_গ্রুপ_লিংক: (প্রতিযোগিতার  প্রস্তুতি, এ সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা ও আপডেটের জন্য যুক্ত হোন)
https://www.facebook.com/share/FfjH2Hn8cYiL2Uzs/?mibextid=A7sQZp

#ওয়াটসএপ_গ্রুপ_লিংক:
(যুক্ত হওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করা আবশ্যক। রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফর্ম সাবমিট করলে কনফার্মেশন মেসেজের সাথে লিংক পাওয়া যাবে।)


সীরাহ অধ্যয়ন ও চর্চায় আপনাকে উদ্বুদ্ধ করতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আশা করি নির্দিষ্ট সিলেবাসের বই শেষ করলে মহানবীর জীবনবৃত্তান্ত জানতে পারবেন।
উল্লেখ্য, পরীক্ষার প্রস্তুতি সহজ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে সীরাতে রাসূল ﷺ এর উপর অনলাইন ক্লাসের আয়োজন থাকবে। (ক্লাসের তারিখ ও সময় ওয়াটস গ্রুপে জানিয়ে দেওয়া হবে)
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রাসূল ﷺ এর সীরাত অনুযায়ী জীবন যাপন করার তাওফিক দান করুক।

সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ করুন - 01868 947 580 (রাফিদ)

বি.দ্র: আয়োজন কমিটি যেকোনো সময় প্রতিযোগিতা সংক্রান্ত পরিবর্তন, পরিবর্ধন অথবা পরিমার্জন এর অধিকার রাখে। উক্ত আয়োজন সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে আয়োজিত হবে। কোনোরকম পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতি হবে না ইন শা আল্লাহ।

7. ----উন্মুক্ত জীবনী পড়া উৎসব---
'প্রশংসিত' পড়ে উমরা পালন এবং ৫০,০০০ টাকার বই জেতার সুযোগ!
দাঁড়িকমা প্রকাশনী আয়োজন করেছে 'উন্মুক্ত জীবনী পড়া উৎসব'। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এ উৎসবের জন্য বাছাই করা হয়েছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জীবনীগ্রন্থ 'প্রশংসিত'।
👉 পুরস্কার:
📌 ১ম পুরস্কার
—প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নিশ্চিত ১ জন পাবেন উমরাহ করার সুবর্ণ সুযোগ!
—প্রতি ৫ হাজার রেজিস্ট্রেশনে ১ জন, ১০ হাজার রেজিস্ট্রেশনে ২ জন, এভাবে ধারাবাহিকভাবে একাধিক বিজয়ীকে উমরাহ করার সুযোগ দেওয়া হবে!
📌 ২য় পুরস্কার
—বিজয়ীদের মধ্য থেকে সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে ১০ জন পাবেন ৫ হাজার করে সর্বমোট ৫০ হাজার টাকার বই উপহার!
📌 ৩য় পুরস্কার
—প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেই পাবেন ‘সহীহ্ নামাজ ও দোয়া শিক্ষা’ বইটি উপহার!
✔️ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যেভাবে:
👉 ধাপ: ১
—'প্রশংসিত' বইটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে।
—পড়ার লিংক: rokomari.com/book/225572/proshongshito
👉 ধাপ: ২
—বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে।
—রেজিস্ট্রেশন লিংক: shorturl.at/23GKU
👉 ধাপ: ৩
—৪ অক্টোবর, শুক্রবার (৩০ রবিউল আউয়াল) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
—সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত, মোট ২ ঘণ্টা সময়।
—গুগল ফরমে MCQ পদ্ধতিতে পরীক্ষাটি হবে।
—'প্রশংসিত' গ্রন্থটি থেকে ৬৩টি MCQ প্রশ্ন করা হবে।
—প্রতিটি প্রশ্নের মান ১ পয়েন্ট।
—কম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতারা বিজয়ী হিসাবে নির্ধারণ হবেন।
----- আয়োজনে- দাঁড়িকমা প্রকাশন ফেসবুক: https://www.facebook.com/darikomaprokashoni/about


8. * * * সীরাতুন্নবী স. কুইজ প্রতিযোগিতা-২০২৪ * * * 

নিয়মাবলীঃ

রেজিস্ট্রেশনঃ

  • যে কোনো বয়সের বাংলাদেশি নাগরিকগণ (দেশ ও বিদেশ) অংশগ্রহণ করতে পারবেন।
  • অনলাইন পোর্টাল www.hasanahtcl.com ব্যবহার করে ২০ টাকা (অফেরতযোগ্য) ফি প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময়সীমা: ২২ আগস্ট ২০২৪ থেকে ২৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
  • রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন 🌐 www.ihbdl.com ও www.hasanahtcl.com 
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার  সাথে সাথে পরীক্ষায় অংশগ্রহণের জন্য  আপনার পাসওয়ার্ড সংরক্ষণ করুন। 
  • কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন ও পরিবর্ধনে অধিকার সংরক্ষণ করেন এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে।



পরীক্ষা পদ্ধতিঃ

  • পরীক্ষার তারিখ ও সময়: ২৬ অক্টোবর ২০২৪, বিকাল ০৩:০০ টা।
  • পরীক্ষা Multiple Choice Question (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনার ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লিংকে প্রবেশ করুন।
  • প্রতিটি প্রশ্নের মান ০১ (এক) নাম্বার করে পরীক্ষার পূর্ণমান হবে ১০০ (একশত)।
  • নির্ধারিত ৫০ মিনিটের মধ্যে উত্তরপত্র Submit করতে হবে।
  • একবারে একটি প্রশ্নই স্ক্রিনে প্রদর্শিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর সম্পন্ন করে সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দিতে না পারলে ওই প্রশ্নটি পুনরায় প্রদর্শিত হবে না।
  • কোন কারনে অংশগ্রহণকারীর ইন্টারনেট বিঘ্নিত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • পরীক্ষায় কোনক্রমেই অন্যের সহযোগিতা ও অসৎ পন্থা অবলম্বন করা যাবে না।

ফলাফল ও পুরস্কার বিতরণঃ

  • রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন জটিলতা ও সমস্যা এড়াতে, পরীক্ষার ফলাফল, বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার গ্রহণের সময় ও স্থানসহ বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুনঃ www.ihbdl.com , www.facebook.com/IslamiaHospitalBangladesh ও www.hasanahtcl.com 
  • একাধিক ব্যক্তি একই নাম্বার পেলে মেধা তালিকায় বিজয়ী স্থান নির্ধারণ করার জন্য তাদের মাঝে পুনঃপরীক্ষা, লটারি অথবা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যেসব জেলায় ঘোষিত ৫০ টি পুরষ্কারের মধ্যে কমপক্ষে একটিতেও বিজয়ী হতে পারবে না, সেই সকল জেলার অংশগ্রহনকারীদের মধ্য হতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ১ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।
  • সহযোগিতা গ্রহণের জন্য: ihbd.reports@gmail.com , ০১৪০৪ ০১৮৮২২, ০১৪০৪০১৮ ৮৩১, ০১৪০৪ ০১৮৮৪৫, ০১৪০৪ ০১৮ ৮১০

পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নঃ

  • দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের নিয়ে গঠিত প্রশ্নপত্র প্রণয়ন কমিটি পরীক্ষার দিন তাৎক্ষণিক প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা গ্রহণ করবেন।
  • পরীক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন এবং মেধা তালিকা যাচাই-এ শতভাগ স্বচ্ছতা বিধান অবলম্বন করা হবে, ইনশা-আল্লাহ।

উল্লেখ্য যে,

  • সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর পরীক্ষার সময় ও তারিখ, পরীক্ষা পদ্ধতি এবং পুরস্কার বিতরণ সহ যে কোন ধরনের আপডেট জানতে চোখ রাখুনঃ www.hasanahtcl.com
  • প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মেইটেইনেন্স এবং পরীক্ষার অপারেটিং খরচ হিসেবে রেজিস্ট্রেশন ফি বাবদ ২০ টাকা নেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন ফি এর সাথে পুরস্কারের কোন সম্পর্ক নেই।

সিলেবাস ও মানবন্টনঃ

১. কোরআন ও হাদিস: ২০ নাম্বার

কোরআন ও হাদিস পরিচিতি এবং সূরা হুজরাত।

২. রাসূল (সা:) এর সীরাত সংশ্লিষ্ট : ৬০ নাম্বার
রাসূল (সা:) এর জন্ম থেকে ওফাত পর্যন্ত।

৩. সাধারণ জ্ঞান : ২০ নাম্বার
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের ছাত্র আন্দোলন, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য এবং ভাষা আন্দোলন।

পুরস্কার

১ম পুরস্কার                   ➤ নগদ ১ লক্ষ টাকা

২য় পুরস্কার                   ➤ নগদ ৫০ হাজার টাকা

৩য় পুরস্কার                  ➤ নগদ ৩০ হাজার টাকা

৪র্থ পুরস্কার                   ➤ নগদ ২০ হাজার টাকা

৫ম পুরস্কার                  ➤ নগদ ১০ হাজার টাকা

৬ষ্ঠ-১০ম (৫টি)             ➤ নগদ ৫ হাজার টাকা

১১তম-৩০তম (২০টি)    ➤ নগদ ৩ হাজার টাকা

৩১তম-৫০তম (২০টি)   ➤ নগদ ২ হাজার টাকা

জেলা ভিত্তিক পুরস্কার

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যেসব জেলায় ঘোষিত ৫০ টি পুরষ্কারের মধ্যে কমপক্ষে একটিতেও বিজয়ী হতে পারবে না, সেই সকল জেলার অংশগ্রহনকারীদের মধ্য হতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ১ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে। উল্লেখিত নগদ পুরস্কারের পাশাপাশি প্রত্যেক বিজয়ী পাবেন বই, ক্রেস্ট ও সার্টিফিকেট সহ আকর্ষনীয় পুরস্কার সামগ্রী এবং হাসপাতালের বিশেষ ডিসকাউন্ট হেলথ কার্ড।

রেফারেন্স বুক

❖ ১ ও ৩ নং এর জন্য রেফারেন্স বই:
বাংলায় অনুদিত প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ সমূহ এবং ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর সকল “নৈতিক ও ধর্মীয় শিক্ষা” এবং “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” বই।

❖ ২ নং এর জন্য রেফারেন্স বই:

"মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ্ (সা:)" গ্রন্থখানা এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী গবেষক ও চিন্তাবিদ নঈম সিদ্দীকির উর্দু ভাষায় রচিত ‘মুহসিনে ইনসানিয়াত’ এর বাংলা অনুবাদ। গ্রন্থখানা Human Benefactor শিরোনামে ইংরেজী ভাষায়ও অনূদিত হয়েছে।

নোট: সিলেবাস (রেফারেন্স বুক) একটা নির্দেশিকা। এখানে যে বইগুলো দেয়া আছে, সেগুলোই পড়তে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।  পরীক্ষা প্রস্তুতির জন্য বিষয়ের সাথে সম্পর্কিত যে কোনো বই পড়তে পারেন।
*** মানবতার বন্ধু পিডিএফ - https://drive.google.com/file/d/10XeoeuMzTnj0pZ7WxF-K52gYbQoqR-1x/view



Post a Comment

0 Comments