সীরাত প্রতিযোগিতা ২০২৫
মহানবী হযরত মুহাম্মাদ সা. এর জীবনাদর্শ প্রচার ও প্রসারের লক্ষে আল হুদা একাডেমি আয়োজন করেছে সীরাত প্রতিযোগিতা ২০২৫। সীরাতের আলোয় নিজেকে আলোকিত করতে আপনিও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যারা এই গ্রুপে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানাই।
প্রতিযোগিতা শুরু হবে ১ মহররম ১৪৪৭ হিজরি (২৭ জুন ২০২৫)। এই প্রতিযোগিতা দুই মাস ব্যাপী চলতে থাকবে। প্রতিদিন একটি করে বই পুরস্কার দেওয়া হবে।
দুই মাস ব্যাপী এই প্রতিযোগিতা চলার পর অবশেষে রবিউল আউয়াল মাসে প্রতিযোগিতার ২য় পর্ব অনুষ্ঠিত হবে। ২য় পর্বে থাকবে নগদ টাকা ও সম্মাননা ক্রেস্টসহ আরো আকর্ষণীয় পুরস্কার।
যারা ১ম পর্বে অংশগ্রহণ করবে তারাই ২য় পর্বে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
অনুগ্রহ করে ধৈর্যসহ অপেক্ষা করুন এবং পরবর্তীর নির্দেশনা অনুসরণ করুন। আশা করি, একাডেমি প্রদত্ত নিয়ম-কানুন মেনে আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
আপনাদের সাফল্য কামনায় আল হুদা একাডেমি আপনাদের সাথে থাকবে, ইন শা আল্লাহ।
মহানবী হযরত মুহাম্মাদ সা. এর জীবনী চর্চা এবং তাঁর আদর্শে নিজেকে গড়ে তোলার লক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু-কিশোর ও আবাল-বৃদ্ধসহ যেকোনো বয়সের পুরুষ ও মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আরো বিস্তারিত জানার প্রয়োজন হলে WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন অথবা WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন- 01601332914।
WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন - https://chat.whatsapp.com/Cb1Z4yHpxRd0bypGRIPrAc?mode=r_t
রেজিস্ট্রেসন করতে ভিডিওটি দেখুন- https://youtu.be/DAgyArB9vIo?si=DeWYPM3vRic_2wRf
ফেসবুক পেজ- https://www.facebook.com/profile.php?id=100091305081988
ওয়েবসাইট- https://alhudabd.com
---------------------------------------------
0 Comments