সীরাতুন নবী স. ২০২৫ উপলক্ষে সকল প্রতিযোগিতার নিউজ
১. ৮ লক্ষ টাকার পুরস্কার নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে: বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫
নবীজির (সা.) জীবনীর ওপর ভিত্তি করে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতা, **বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫**, আপনার জন্য নিয়ে এসেছে এক বিশাল সুযোগ!
### **আকর্ষণীয় পুরস্কারসমূহ**
* **চ্যাম্পিয়ন:** ওমরাহ পালনের সুযোগ এবং গোল্ড মেডেল।
* **প্রথম রানার-আপ:** ল্যাপটপ এবং সিলভার মেডেল।
* **শীর্ষ ১০:** প্রত্যেকের জন্য ১০,০০০ টাকা এবং সিরাত সম্ভার।
* **শীর্ষ ৩০:** প্রত্যেকের জন্য ৫,০০০ টাকা এবং সিরাত সম্ভার।
* **ফাইনালিস্ট (সকল):** একটি বিশেষ ক্রেস্ট এবং সার্টিফিকেট।
* **নকআউট কোয়ালিফায়ার:** আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
* **সকল অংশগ্রহণকারী:** অংশগ্রহণের সার্টিফিকেট।
### **গুরুত্বপূর্ণ তারিখ ও পদ্ধতি**
* **রেজিস্ট্রেশন চলবে:** ২৫শে আগস্ট পর্যন্ত।
* **রেজিস্ট্রেশন ফি:** মাত্র ২০০ টাকা। রেজিস্ট্রেশন করলেই আপনি পেয়ে যাবেন সিলেবাসের জন্য নির্ধারিত বইগুলো একদম **ফ্রি**!
* **সিলেবাস:** নববী দর্পণ, প্রশ্নোত্তরে সিরাতে নববী (অলিম্পিয়াডের নিজস্ব সংকলন)।
1. **সিলেকশন রাউন্ড (অনলাইন):** ৪ঠা সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল)। এখানে থাকবে ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্ন (MCQ)।
2. **নকআউট কোয়ালিফায়ার্স (অনলাইন):** সিলেকশন রাউন্ড থেকে নির্বাচিত ৫০০ জনের জন্য ভাইভা।
3. **গ্র্যান্ড ফাইনাল (অফলাইন):** সেরা ৩০ জন প্রতিযোগীর জন্য সিরাত প্রেজেন্টেশন।
নবীজির (সা.) জীবন থেকে শিখতে এবং এই বিশাল পুরস্কার জেতার এই দারুণ সুযোগটি হাতছাড়া করবেন না! আজই রেজিস্ট্রেশন করুন!
২.
ঘটনাবহুল এই পৃথিবী মাঝে-মাঝেই ঢেকে যায় ঘুটঘুটে অন্ধকারে। মানুষের বিবেকের দরজা বন্ধ হয়ে যায় আচমকাই। মনুষ্যত্ব লোপ পায়, চরম অস্থির হয়ে ওঠে চারপাশ। মানুষ তার করণীয় ঠিক করতে পারে না। মানব ইতিহাসে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি বিরাজ করেছিল একটা সময়। ইতিহাসের পাতায় সে-সময়টা চিহ্নিত হয়ে আছে ‘অন্ধকারের যুগ’ হিসেবে। আরব-ভূমিতে তখন কেবল হানাহানি, রক্তপাত আর নিষ্ঠুরতা লেগে থাকত। ‘মানুষ’ হিসেবে বেঁচে থাকাই ছিল দায়। তবে পৃথিবীর বুকে মহানবি-মহামানব মুহাম্মাদ (ﷺ)-এর আগমনের মধ্য দিয়ে কেটে যায় সেই অমানিশার আঁধার। আলোর মশাল হাতে নিয়ে গোটা মানবজাতিকে তিনি দেখাতে লাগলেন সত্য ও সুন্দরের পথ।
সেই মহান মানুষটিকে আমরা কতটুকু জানি? তাঁর পবিত্র সিরাত আমাদের ক’জনেরই-বা পড়া হয়েছে মনোযোগ দিয়ে! ধুলোমাটির পৃথিবীতে কাটিয়ে যাওয়া নবিজির মহাজীবনকে আমরা যেন আরও ভালোভাবে হৃদয়ে ধারণ করতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে হাসানাহ ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে ‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’।
৩.

পড়ুন রাসূল (সা.)-এর জীবনী — জিতে নিন, ২ লক্ষাধিক টাকার পুরস্কার!

সীরাত ফেস্ট ২০২৫

নির্ধারিত বই: *আর-রাহীকুল মাখতুম

প্রশ্ন হবে কেবল এই বই থেকেই

পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১০ই অক্টোবর

রেজিস্ট্রেশন ফি: মাত্র ১০০ টাকা

পুরস্কার:
------------

১ম – ৩০,০০০ টাকা

২য় – ১৫,০০০ টাকা

৩য়–৫ম – ১০,০০০ টাকা

বই ও সার্টিফিকেট মিলিয়ে ৫০ জন বিজয়ী!

ফ্রি সুবিধাসমূহ:
-------------------

২০+ লাইভ ক্লাস

মডেল টেস্ট

গাইডলাইন ও প্রশ্নোত্তর সেশন

সুযোগ সীমিত!
৪.
চলুন, সিরাতের সুশীতল ছায়ায় খুঁজি জীবনের নানা সংকট, সমাজের নানা টানাপোড়েন এবং সমগ্র বিশ্বের বিভিন্ন সমস্যার সঠিক ও সুষ্ঠু সমাধান, রুগ্ন মানবতার তরে এক মহা পথ্য-প্রেস্ক্রিপশন; যার সেবন ও অনুসরণে তার সুস্থতা ও আরোগ্য রয়েছে, পরিবার সমাজ ও রাষ্ট্রের পরতে পরতে থাকা বাধা ও বিপত্তির মহৌষধ, বিশ্ব সংকট থেকে উত্তরণের পথ, চিন্তার প্রান্তিকতা ও একমুখী দৃষ্টিভঙ্গির কারণ।এ লক্ষ্যেই আমাদের আয়োজন 'সিরাত অলিম্পিয়াড-২০২৫'। এতে থাকছে ২০ জনের জন্য প্রায় লক্ষ টাকার পুরস্কার। অংশগ্রহণ করে জিতে নিন প্রাইজমানি-সহ ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট।

সিলেবাস: মাআল মুস্তফা (দায়ি নবি অধ্যায়ের আগ পর্যন্ত)। বইয়ের সংস্করণ: ৭ম। রেজিষ্ট্রেশনের পরপরই টেলিগ্রামে পিডিএফ পেয়ে যাবেন।

সকল বয়সের ভাই-বোনেরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার মাধ্যম: গুগল ফর্ম।

প্রশ্নের ধরন: এমসিকিউ (বহুনির্বাচনি)।

প্রশ্নসংখ্যা: ৫০টি। সময়: ২৫ মিনিট।

পূর্ণমান: ১০০ মার্কস (প্রতি প্রশ্নের মান: ২ মার্কস। ভুল উত্তরের জন্য কোনো মার্কস কাটা যাবে না)।

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর, সোমবার।

প্রতিযোগিতার তারিখ ও সময়: ১২ সেপ্টেম্বর, শুক্রবার। রাত ৯:১৫ ঘটিকায়।

ফলাফল প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, রবিবার রাত ৯:১৫ ঘটিকায়।

৫০+ মার্কপ্রাপ্তদের জন্য থাকছে সার্টিফিকেটের সফটকপি।

পুরস্কারসমূহ:

১ম পুরস্কার: ১৫ হাজার টাকা, ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট।

২য় পুরস্কার: ১০ হাজার টাকা, ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট।

৩য় পুরস্কার: ৮ হাজার টাকা, ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট।

৪র্থ ও ৫ম পুরস্কার: ৫ হাজার টাকা, ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট।

৬ষ্ঠ থেকে ১০ম পুরস্কার: ৩ হাজার টাকা, ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট।

১১তম থেকে ১৫তম পুরস্কার: ২ হাজার টাকা, ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট।

১৬তম থেকে ২০তম পর্যন্ত পুরস্কার: ১ হাজার টাকা, ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট।
বি.দ্র. (ক) সমান মার্কপ্রাপ্তদের মধ্যে যিনি আগে উত্তরপত্র সাবমিট/জমা দিবেন, তিনি সিরিয়ালে এগিয়ে থাকবেন।
(খ) যে-কোনো ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
যোগাযোগ: 01777-869037 (ফোনকল, হোয়াটসঅ্যাপ)
হ্যাপি স্কিলস একটি অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান। এতে ৪৪টি কোর্স ও ওয়েবিনার রয়েছে। আমাদের বিভিন্ন কোর্স ও আয়োজনের আপডেট পেতে পেইজে লাইক দিন ও গ্রুপে যুক্ত হোন!
৫. মহানবী হযরত মুহাম্মাদ সা. এর জীবনাদর্শ প্রচার ও প্রসারের লক্ষে আল হুদা একাডেমি আয়োজন করেছে সীরাত প্রতিযোগিতা ২০২৫। সীরাতের আলোয় নিজেকে আলোকিত করতে আপনিও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যারা এই গ্রুপে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানাই।
প্রতিযোগিতা শুরু হবে ১ মহররম ১৪৪৭ হিজরি (২৭ জুন ২০২৫)। এই প্রতিযোগিতা দুই মাস ব্যাপী চলতে থাকবে। প্রতিদিন একটি করে বই পুরস্কার দেওয়া হবে।
দুই মাস ব্যাপী এই প্রতিযোগিতা চলার পর অবশেষে রবিউল আউয়াল মাসে প্রতিযোগিতার ২য় পর্ব অনুষ্ঠিত হবে। ২য় পর্বে থাকবে নগদ টাকা ও সম্মাননা ক্রেস্টসহ আরো আকর্ষণীয় পুরস্কার।
যারা ১ম পর্বে অংশগ্রহণ করবে তারাই ২য় পর্বে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
অনুগ্রহ করে ধৈর্যসহ অপেক্ষা করুন এবং পরবর্তীর নির্দেশনা অনুসরণ করুন। আশা করি, একাডেমি প্রদত্ত নিয়ম-কানুন মেনে আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
আপনাদের সাফল্য কামনায় আল হুদা একাডেমি আপনাদের সাথে থাকবে, ইন শা আল্লাহ।
মহানবী হযরত মুহাম্মাদ সা. এর জীবনী চর্চা এবং তাঁর আদর্শে নিজেকে গড়ে তোলার লক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু-কিশোর ও আবাল-বৃদ্ধসহ যেকোনো বয়সের পুরুষ ও মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আরো বিস্তারিত জানার প্রয়োজন হলে WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন অথবা WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন- 01601332914।
WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন - https://chat.whatsapp.com/Cb1Z4yHpxRd0bypGRIPrAc?mode=r_t
রেজিস্ট্রেসন করতে ভিডিওটি দেখুন- https://youtu.be/DAgyArB9vIo?si=DeWYPM3vRic_2wRf
ফেসবুক পেজ- https://www.facebook.com/profile.php?id=100091305081988
ওয়েবসাইট- https://alhudabd.com
---------------------------------------------
0 Comments