বিজ্ঞানে মুসলিমদের অবদান পর্ব-২
জাবের ইবনে হাইয়ান- ( ৭২২-৮০৩ খ্রিষ্টাব্দ):
রসায়ন বিজ্ঞানের জনক। পুরো নাম আবু মূসা জাবের ইবনে হাইয়ান। তিনি কুফা মতান্তরে ত‚সে জন্মগ্রহণ করেন। রসায়নকে যথাযথ ও প্রায়োগিক মর্যাদায় সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন তিনি। তার গবেষণার কেন্দ্র ছিল কুফা নগরী, খলিফা হারুনুর রশীদের সময়কালে। তিনি ২৬৭ টি গ্রন্থ রচনা করেন। কিতাবুর রহমত, কিতাবুল তাজমী, জিবাক উশ শরককী, The book of gold the book of copper ইত্যাদি। তিনি নইট্রিক সাইট্রিক, হাইড্রোলিক এবং টারটারিক অ্যাসিড তৈরি করেন।
আল রাজি-(৮৬৫-৯২৫ খ্রিষ্টাব্দ):
আবু বকর মুহাম্মদ জাকারিয়া আল রাজি ইরানে জন্মগ্রহণ করেন। রসায়ন বিজ্ঞানে তার নাম অবিস্মরণীয়। তার রচিত গ্রন্থ ২০০ টির উপর। তিনি সালফিউরিক অ্যাসিড তৈরি করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ “ আর যুদারি ওয়াল হাসাবাহ ” বা Book of the testing book of the elixir. তিনি ইউরোপের রাজেশ নামে পরিচিত।
খালিদ ইবনে ইয়াজিদ- (৬৬৮-৭০৪ খ্রিষ্টাব্দ):
খালিদ ইবনে ইয়াজিদ আরব প্রাকৃতিক বিজ্ঞানের জনক। তিনি গ্রিক চিন্তাবিদদের বইগুলো আরবি তে অনুবাদ করেন।
আল খারেজমি- (৭৮০-৮৫০ খ্রিষ্টাব্দ):
আবুল হাকিম মুহাম্মদ ইবনে আবদুল মালেক আল খারেজমি। তিনি বাগদাদে জন্ম গ্রহণ করেন। রসায়ন শাস্ত্রে তার বিখ্যাত গ্রন্থ ‘‘ আইনুস সানাআহ” বা Essence of the art and the worker এখানে তিনি ৭ টি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান , ভ‚গোল শাস্ত্রে ব্যাপক অবদান রাখেন। ৮২০ খ্রিস্টাব্দে বাগদাদে অবস্থিত বায়তুল হিকমাহ লাইব্রেরির জ্যোতির্বিজ্ঞান এর প্রধান নিযুক্ত হন
0 Comments