খাঁটি দুধ আর পরিশোধিত মধু পাচ্ছেন একসাথে !!!

 



 খাঁটি দুধ আর পরিশোধিত মধু পাচ্ছেন একসাথে !!!

কে না চাই এমন সুস্বাদু খাবার খেতে? প্রতিটি মানুষের প্রিয় খাবারের তালিকায় এই খাদ্য গুলো রয়েছে। চলুন না জেনে আসি কারা পাচ্ছে এমন খাবার গুলো। 

দুই শ্রণেরি মানুষরে জন্য দুই রকম পুরস্কার!!!


প্রথম শ্রেণীর বৈশিষ্ট্য ও পুরস্কার :

বৈশিষ্ট্য-

১। কুরআনের (بَيِّنَةٍ  বলতে কুরআন কে বুঝানো হয়েছে) বিধান অনুযায়ি জীবন যাপন করে

২। (মুত্তাকি) আল্লাহ সচেতন, সতর্ক ব্যক্তি


পুরস্কার-

১। জান্নাত

২। অনাবিল পানির নহর

২। দুধের নহর

৩। সুরা পায়ীদের জন্য সুস্বাদু সুরার নহর

৪। পরিশোধিত মধুর নহর

৫। সব ধরনের ফলফলারি

৬। মাগফেরাত তাদের প্রভুর পক্ষ থেকে


দ্বিতীয় শ্রেণীর বৈশিষ্ট্য-ও পুরস্কার :

বৈশিষ্ট্য-

১। নিজেদের মন্দ কর্মকান্ড মনে হয় চমৎকার

২। নিজেদের কামনা-বাসনার পেছনে দৌড়ায়

পুরস্কার-

১। চিরকাল জ্বলতে থাকবে জাহান্নামে

২। পান করানো হবে টগবগে ফুটন্ত গরম পানি

৩। ছিন্ন ভিন্ন করে দেবে তাদের নাড়িভুড়ি


উৎস-

أَفَمَن كَانَ عَلَى بَيِّنَةٍ مِّن رَّبِّهِ كَمَن زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ وَاتَّبَعُوا أَهْوَاءهُمْ

 ১৪। যে ব্যক্তি তার প্রভুর পক্ষ থেকে প্রাপ্ত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি  ঐসব ব্যক্তির সমতুল্য? যাদের কাছে নিজেদের মন্দ কর্মকান্ড মনে হয় চমৎকার এবং যারা দৌড়ায় নিজেদের কামনা-বাসনার পেছনে?

مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِّن مَّاء غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى وَلَهُمْ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاء حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءهُمْ

১৫। মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রূতি  দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে রয়েছে অনাবিল পানির নদ-নদী- নহর। রয়েছে দুধের নহর, যার স্বাদ কখনো পরিবর্তন হয়না। রয়েছে সুরা পায়ীদের জন্য সুস্বাদু সুরার নহর। রয়েছে পরিশোধিত মধুর নহর। তাছাড়া সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফলফলারি, থাকবে মাগফেরাত তাদের প্রভুর পক্ষ থেকে। এরা কি ওদের সমতুল্য, যারা চিরকাল জ্বলতে থাকবে জাহান্নামে, যাদের পান করানো হবে টগবগে ফুটন্ত গরম পানি, যা ছিন্ন ভিন্ন করে দেবে তাদের নাড়িভুড়ি?     

(সুরা-৪৭ মুহাম্মদ আয়াত-১৪-১৫)


Post a Comment

0 Comments